রাজবাড়ীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
১৯ জুন ২০২০ ১৫:৫২ | আপডেট: ১৯ জুন ২০২০ ১৫:৫৮
রাজবাড়ী: রাজবাড়ীতে শহীদ শেখ (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানিয়েছে, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।
শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার খানখানাপুর কাজীপাড়া এলাকার সেবা ইটভাটার পাশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত শহীদ সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মৃত ইব্রাহীম শেখের ছেলে। তিনি এলাকায় ইটভাটার ব্যবসায় যুক্ত ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে খানখানাপুর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে খোলাবাড়িয়া গ্রামের নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন শহীদ। পথে খানখানাপুর কাজীপাড়া এলাকার সেবা ইটভাটার কাছে গেলে দু’টি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শহীদ শেখ মারা যান।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন বলেন, ‘সন্ত্রাসীরা শহীদ শেখের মাথার সামনের দিক থেকে গুলি করেছে। গুলিটি সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি।
হত্যার কারণ উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।