Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জ আ. লীগ নেতার মৃত্যুতে বস্ত্র ও পাটমন্ত্রীর শোক


১৯ জুন ২০২০ ০৩:২৮

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১ টায় রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মরদেহ স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন

জানাজায় বস্ত্র ও পাটমন্ত্রীর এপিএস এমদাদুল হক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলী, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জানাজার আগে উপস্থিত আওয়ামী লীগ নেতারা বলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম এনামুল হক ভুঁইয়া ছিলেন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ও নিষ্ঠাবান একজন কর্মী। তার অকাল মৃত্যুতে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ হারিয়েছে একজন পরিশ্রমী রাজনৈতিক কর্মী ও ত্যাগী নেতাকে। তিনি ব্যক্তি জীবনে বিনয়ী, অল্পে তুষ্ট, পরোপকারী ও স্বজ্জন ব্যক্তি হিসেবেই সকলের হৃদয়ে আস্থার জায়গা করে নিয়েছেন আপন মহিমায়।

উল্লেখ্য, বুধবার ( ১৭ জুন) রাত ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া ইন্তেকাল করেন। এনামুল হক ভুঁইয়ার রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আমদিয়া এলাকার হাকিম উদ্দিন ভুঁইয়ার পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

বিজ্ঞাপন

এনামুল হক ভুঁইয়া বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর