Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যবিধি মেনে এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আয়োজনে কমিটি গঠন


১৮ জুন ২০২০ ১৭:৩৫ | আপডেট: ১৯ জুন ২০২০ ০১:২৬

ঢাকা: প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন ‍মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। দলটি জানিয়েছে, জনসমাগম হয়— এমন ধরনের কর্মসূচি এড়িয়েই পালন করা হবে এই আয়োজন। এরই মধ্যে মৃত্যুবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি আয়োজনে কমিটিও গঠন করে দেওয়া হয়েছে।

গত বছরের ১৪ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। দলীয় সূত্র বলছে, আগামী ১৪ জুলাই তার প্রথম মৃত্যুবার্ষিকীর দিনটি বড় আয়োজনেই পালনের পরিকল্পনা ছিল জাতীয় পার্টির। তবে করোনা পরিস্থিতিতে সেই পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে তাদের। বর্তমান পরিস্থিতিতে তারা সীমিত আকারে দিনটি পালন করবেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকীর দিনটি পালনের জন্য এরই মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গাঁকে আহ্বায়ক এবং প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীকে সদস্য সচিব করা হয়েছে কমিটিতে। তারা এই কমিটিতে প্রয়োজনীয়সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন।

এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে সীমিত পরিসরে যেসব কর্মসূচি পালন করা হবে, তার একটি রূপরেখাও দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। এদিন সারাদেশে জাতীয় পার্টির সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা। সব কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত কুরআন তেলাওয়াত চলবে। বিকেলে প্রত্যেক কার্যালয়ে এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এছাড়া এরশাদের স্মৃতি বিজড়িত বনানীর চেয়ারম্যানের কার্যালয়েও দিনব্যাপী কুরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এবং চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দোয়া মাহফিল পরিচালনা করবেন দলের প্রেসিডিয়াম সদস্য এবং ওলামা পার্টির সভাপতি ক্বারী মো. হাবিবুল্লাহ বেলালী।

এদিকে, কেন্দ্রীয়ভাবে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে পার্টির সিনিয়র নেতারা সকাল ১০টায় রংপুরে পল্লীবন্ধুর কবর জিয়ারত করবেন। সেখানে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনাও অনুষ্ঠিত হবে। পরে তারা ঢাকায় ফিরে এসে বিকেলে কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে যোগ দেবেন।

এরশাদের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে যারা অংশ নেবেন, তাদের প্রত্যেককে করোনা সংক্রমণজনিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

এরশাদ প্রথম মৃত্যুবার্ষিকী স্বাস্থ্যবিধি মেনে আয়োজন হুসেইন মুহম্মদ এরশাদ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর