চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি
১৮ জুন ২০২০ ২২:১৪ | আপডেট: ১৮ জুন ২০২০ ২৩:০৩
ঢাকা: চলমান করোনাভাইরাস সংকটসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।
নিজ নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তারা বৈঠকে যুক্ত হন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বৈঠকে সভাপতিত্ব করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত সাড়ে ৮টার দিকে। বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন।