আইসিইউ অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে রানা দাশ গুপ্তকে
১৮ জুন ২০২০ ২২:৫৮
চট্টগ্রাম ব্যুরো: করোনায় আক্রান্ত মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ্য প্রসিকিউটর রানা দাশ গুপ্তকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে তার অবস্থা স্থিতিশীল আছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টায় চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডের বেসরকারি মেডিকেল সেন্টার হাসপাতাল থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে অ্যাম্বুলেন্স। সঙ্গে আছেন করোনায় আক্রান্ত স্ত্রী রীতা দাশগুপ্তও।
সরকারের শীর্ষপর্যায়ের নির্দেশে রানা দাশ গুপ্তকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি সারাবাংলাকে বলেন, ‘উনাকে (রানা দাশ গুপ্ত) প্রথমে ঢাকায় সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে। এরপর সিট খালি হলে সিএমএইচে নেওয়া হবে। আমরা স্কয়ার হাসপাতালে ভর্তির চেষ্টা করেছিলাম। কিন্তু সেখানে সিট খালি নেই। তাই আপাতত উনাকে সিকদার হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হবে।’
পাঁচদিন ধরে জ্বর ও গলাব্যথায় আক্রান্ত রানা দাশগুপ্ত ও তার স্ত্রীর নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে। বুধবার রাতে তাকে জানানো হয়, তিনি এবং স্ত্রী দুজনের নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে তারা মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি হন।
রানা দাশ গুপ্ত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক। মানবাধিকার সংগঠক হিসেবেও আন্তর্জাতিকভাবে তার পরিচিতি আছে।