ভারী বর্ষণ: পাহাড় থেকে বাসিন্দাদের সরানোর চেষ্টা
১৮ জুন ২০২০ ২০:১৮ | আপডেট: ১৯ জুন ২০২০ ০৩:৫৯
চট্টগ্রাম ব্যুরো : ভারী বর্ষণে ধসের আশঙ্কায় চট্টগ্রাম নগরীতে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরানোর চেষ্টা করছে জেলা প্রশাসন। এলাকায় মাইকিং করে তাদের সরে যেতে বলা হচ্ছে। কয়েকটি পাহাড় থেকে কিছু পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রও তৈরি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দিনভর নগরীর বিভিন্ন পাহাড় থেকে বাসিন্দাদের সরানোর কাজ করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনাররা। আগেরদিনও একইভাবে বাসিন্দাদের সরানোর চেষ্টা করেছেন তারা।
নগরীর মতিঝর্ণা, বাটালি হিল, একে খান পাহাড়, ট্যাংকির পাহাড়, আমিন জুট মিলস এলাকা, রউফাবাদ, খুলশী, পাহাড়তলি, ফয়’সলেক, আকবর শাহ, ঝিল-১,২,৩ নম্বর এলাকা, কৈবল্যধাম বিশ্বকলোনী এলাকা, ফিরোজ শাহ, ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট এলাকা থেকে লোকজনকে সরে যেতে মাইকিং করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘গত দুদিন ধরে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস পাহাড়ধসের সতর্কতা জারি করেছে। এ জন্য বাসিন্দাদের সরিয়ে নিতে নানাভাবে আমরা চেষ্টা করছি। মাইকিং করে তাদের সতর্ক করা হচ্ছে। কিছু কিছু পাহাড় থেকে জোরপূর্বক লোকজনকে বাসা থেকে বের করে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে অধিকাংশই আশ্রয়কেন্দ্রে না গিয়ে আত্মীয়স্বজনের বাসায় চলে যাচ্ছেন।’
তিনি আরও জানান, এরইমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে।
আশ্রয়কেন্দ্রগুলো হলো পাহাড়তলি বালিকা উচ্চ বিদ্যালয়, বিশ্ব কলোনির কোয়াড পি-ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফিরোজ শাহ কলোনী প্রাথমিক বিদ্যালয়, ফিরোজ শাহ হাউজিং এস্টেটের বায়তুল ফালাহ আদর্শ মাদ্রাসা, চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ, জালালাবাদ বাজার সংলগ্ন শেড, রউফাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, রশিদিয়া রউফাবাদ আলিম মাদ্রাসা, মহানগর পাবলিক স্কুল, আল হেরা মাদ্রাসা, আমিন জুট মিল ওয়ার্কার্স ক্লাব, আমিন জুট মিলস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, লালখানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবাদ উল্লাহ পণ্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কলিম উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ওয়াইডব্লিউসিএ, শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয় এবং মতিঝর্ণা ইউসেফ স্কুল।
এদিকে আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেশ সক্রিয় থাকায় আরও দুয়েকদিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঝড়ো হওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
সক্রিয় মৌসুমী বায়ু এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ভারি বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।