Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার সংক্রমণ শনাক্তের আগেই উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু


১৮ জুন ২০২০ ১৯:৪৪

চট্টগ্রাম ব্যুরো: নমুনা সংগ্রহের পর করোনাভাইরাসে সংক্রমিত কি না সেটা শনাক্তের আগেই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া তিন জনের মৃত্যু হয়েছে।

কোভিড-১৯ চিকিৎসায় নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে একজন এবং বুধবার রাতে দেড় ঘণ্টার ব্যবধানে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম।

তিনি জানান, ১৫ জুন রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হন নগরীর কোতোয়ালী থানার দেওয়ানবাজার এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সী এক ব্যক্তি। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল পৌঁনে ৮টায় তার মৃত্যু হয়েছে।

গত ১৩ জুন ভর্তি হওয়া ৭০ বছর বয়সী একজন মারা গেছেন বুধবার রাত ১টায়। তার বাসা নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায়।

বুধবার রাত আড়াইটায় আনোয়ারার এক বাসিন্দার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার বয়স ৬০ বছর।

ডা. আব্দুর রব জানিয়েছেন, তিনজনই করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট পাওয়া যায়নি।

করোনা কোভিড মৃত্যু

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর