রাজধানীতে ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত
৬ মার্চ ২০১৮ ১০:০৪ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৪৫
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর দারুস সালাম টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় আব্দুল মজিদ (৩৫) নামের একজন ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে মারা যান তিনি।
মিরপুর জোনের ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম জানান, নিহত মজিদ মিরপুর জোনেই কর্মরত ছিলেন। সকাল টেকনিক্যাল মোড়ে ডিউটি ছিল তার। ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় মজিদ।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ভারপ্রাপ্ত ইনচার্জ বাবুল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসআর/জেডএফ