রক্তের অভাবে যেন একটি প্রাণও ঝরে না যায়: পলক
১৮ জুন ২০২০ ১৮:১৮ | আপডেট: ১৮ জুন ২০২০ ২৩:৫৩
ঢাকা: দেশের সকল মানুষকে রক্তদানের আহবান জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি একাধিকবার রক্ত দিয়েছি। রক্তদান একটি গর্বের বিষয়। আমি একজন গর্বিত রক্তদাতা। রক্তের প্রয়োজনে যেন একটি প্রাণও ঝরে না যায়, আমাদের সেই অঙ্গীকার থাকতে হবে।’
বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে ফেসবুক গ্রুপ ব্লাডম্যান আয়োজিত ফেইসবুক ব্লাড ডোনেশন টুল ব্যবহারের মাধ্যমে হাসপাতাল এবং ব্লাড ব্যাংকে রক্তদাতা খুঁজে পাবার ট্রেইনিং কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘রক্তদান শ্রেষ্ঠ উপহার আপনার সামর্থ্য অনুযায়ী একটু রক্ত অন্যের জীবন বাঁচাতে পারে। স্বেচ্ছায় রক্তদিয়ে অন্যের জীবন বাঁচাতে সুস্থ সামর্থবানদের এগিয়ে আসা উচিত।’
তিনি বলেন, ‘এই টুল আইসিটি বিভাগ, ফেসবুক এবং ব্লাডম্যানের সঙ্গে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে সেতুবন্ধন তৈরি করবে। একইসঙ্গে রক্ত দাতা ও গ্রহীতার মধ্যে ডিজিটাল ব্রিজ হিসেবে কাজ করবে।’ এছাড়া করোনাকালে রক্তদান ও মানসিক স্বাস্থ্য সেবার মতো মানবিক সেবা সবার কাছে পৌঁছে দিতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। একইসঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের এই সেবাগুলো সহজেই পেতে ব্লাড ডোনেশন অপশনে চ্যাটবট সুবিধা চালুরও আহ্বান জানান।
ব্লাডম্যান ও মনের বন্ধুর মতো যেসব সামাজিক উদ্যোগ রয়েছে এর উদ্যোক্তাদের ওয়েব, মোবাইল অ্যাপ, কনটেন্ট ও টিউটোরিয়াল তৈরির ওপর গুরুত্ব দিয়ে আইসিটি প্রতিমন্ত্রী এ জন্য আইসিটি বিভাগ আর্থিকসহ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান। পলক বলেন, ‘আইসিটি বিভাগের পক্ষ থেকে ব্ল্যাডম্যানকে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।’
তিনি করোনাকালের মতো মহামারির সময়ে রক্তদান ও মানসিক স্বাস্থ্যের মতো সেবার অ্যাপগুলি ব্যবহার ফ্রি করে দিতে মোবাইল অপারেটরদের প্রতি আহবান জানান। তার এই আহ্বানে সংবাদ সম্মেলনে উপস্থিত ফেসবুকের দক্ষিণ ও মধ্য এশিয়ার হেড অব পলিসি প্রোগ্রামস শেলি থাকরাল ইতিবাচক সাড়া দেন।
ব্ল্যাডম্যানের পক্ষ থেকে জানানো হয়, করোনা কালে আমাদের প্ল্যাটফর্ম থেকে ৫ হাজার ৪০০ মানুষকে রক্ত দেওয়া হয়েছে। ৩ মাসে আমরা ৬০ হাজার মানুষকে টেলিমেডিসিন সেবা দিয়েছি। ২ হাজার ৭০০ মানুষকে আমরা মেন্টালি সাপোর্ট দিয়েছি। ব্ল্যাড দেওয়াটা ফোকাস থাকলেও আমরা অন্যান্য কাজ করারও চেষ্টা করেছি।
অনুষ্ঠানে সাউথ এশিয়া ও সেন্ট্রাল এশিয়ার পলিসি প্রোগ্রামস প্রধান শেলি ঠাকরাল, ব্লাডম্যান বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. শাহরিয়ার হাসান জিসান বক্তব্য রাখেন।
ফেসবুকে রক্তদাতা হিসেবে নিবন্ধন করতে লিংক: http://facebook.com/donateblood কিভাবে ফেসবুক রক্তদানের ফিচারটি কার্যকরভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আরও তথ্যের জন্য ভিজিট করার লিংক- https://socialgood.fb.com/health/blood-donations/