প্রশাসনে রদবদল
১৮ জুন ২০২০ ১৬:১৯ | আপডেট: ১৮ জুন ২০২০ ১৯:১৫
ঢাকা: প্রশাসনে কিছু রদবদল আনা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বিএসটিআই এর মহাপরিচালক পদেও এসেছে পরিবর্তন।
বৃহস্পতিবার (১৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির অনুমতি ক্রমে অতিরিক্ত সচিব মো. মোহসিনকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির অনুমতিক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ারকে বদলি করে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক পদে।
আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতিকুল হককে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।