Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরামবাগ ক্লাবের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার


১৮ জুন ২০২০ ১৬:০০

ঢাকা: রাজধানীর মতিঝিল আরামবাগ ক্লাবের ছাদ থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিল থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মতিঝিল থানার পরিদর্শক (অপারেশন) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে আরামবাগ ক্লাবের ছাদের অতিরিক্ত রুমের উপর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি জানান, নিহতের সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগের মধ্যে থাকা পরিচয়পত্রের মাধ্যমে জানা গেছে নিহতের নাম সাইফুল ইসলাম। আগে সাভার থাকলেও বর্তমানে সে ঢাকায় থাকতো এবং কোনো কাজ করতো বলে জানিয়েছে তার স্ত্রী। বিস্তারিত জানতে তার স্ত্রীকে থানায় আসতে বলা হয়েছে।

ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় ওই ছাদে বসে নেশা করার সময় ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

আরামবাগ ক্লাব যুবকের লাশ লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর