প্রয়াত নাসিমকে নিয়ে স্ট্যাটাস দেওয়া সেই রাবি শিক্ষক গ্রেফতার
১৮ জুন ২০২০ ১৫:১৫ | আপডেট: ১৮ জুন ২০২০ ১৯:১৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়: সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্যের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক গ্রেফতার হয়েছেন। কাজী জাহিদুর রহমান নামের ওই শিক্ষক রাবির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।
বুধবার (১৭ জুন) গভীর রাতে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে নগরীর মতিহার থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে মতিহার থানার ডিউটি অফিসার আসাদুজ্জামান সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান বলেন, ‘মোহাম্মদ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির অভিযোগে শিক্ষক কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে বুধবার রাতে নগরীর সাগরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার সাহা বাদী হয়ে মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় অভিযোগ আনা হয়েছে। সেই মামলায় কাজী জাহিদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।’
গত ১ জুন মোহাম্মদ নাসিম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর থেকে তার ছবি সম্বলিত নিউজের স্ক্রিনশট শেয়ার করে, আবার কখনও ইঙ্গিতপূর্ণভাবে বিতর্কিত মন্তব্য করে একাধিক পোস্ট ফেসবুকে শেয়ার করেন তিনি।
কাজী জাহিদুর রহমানের ফেসবুক ওয়ালে গিয়ে দেখা যায়, গত ১ জুন তিনি একটি স্টাটাসে লিখেছেন, ‘লুটপাট করে এ দেশের স্বাস্থ্যখাতের ১২টা বাজিয়ে গেছেন যিনি, তিনি আজ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আরও কিছুদিন আগে (বর্তমান সরকার অনেকটা গুছিয়ে এনেছে) একই উপসর্গ নিয়ে হাসপাতালে যেতে হলে তিনি বুঝতে পারতেন, দেশের কথটা ক্ষতি তিনি করে গেছেন। স্বাস্থ্যখাত ধ্বংস করে চুরি করা হাজার হাজার কোটি টাকা থেকে করোনাকে কিছুটা ঘুষ দিয়ে দেখতে পারেন। যে করোনা কথা শোনে কিনা!’
মোহাম্মদ নাসিমকে ইঙ্গিত করে কাজী জাহিদুর আরেকটি পোস্টে লিখেন, ‘তার আমলে দেশের সরকারি হাসপাতালগুলিতে যে সকল নকল এবং অকেজো যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, তাকে এখন সেসব জিনিস দিয়েই চিকিৎসা সেবা দেয়া হোক। যাদের সাথে সিন্ডিকেট করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, সেই সিন্ডিকেট সদস্যদেরকে তার নার্স হিসেবে নিয়োগ করা হোক। তার আমলে মেডিকেল ভর্তির প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে যেসব অযোগ্যরা চিকিৎসক হয়েছে, তাদেরকে দিয়ে উনার চিকিৎসা করানো হোক।…. এসব চোর সুযোগ পেলে পুরো দেশটাকেই গিলে ফেলতে চায়।’
কাজী জাহিদুরের এই ফেসবুক পোস্টগুলোর পরিপ্রেক্ষিতে তার শাস্তির দাবি জানান, রাবির ছাত্রলীগ নেতাকর্মী ও আওয়ামীপন্থী শিক্ষকরা। এদিকে ফেসবুক স্টাটাসের জের ধরে নড়াইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদকের পদ থেকে বহিষ্কৃত হন রাবির এই শিক্ষক।
গ্রেফতার টপ নিউজ প্রয়াত ফেসবুক স্ট্যাটাস মোহাম্মদ নাসিম রাবি শিক্ষক