ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশ গুপ্ত করোনায় আক্রান্ত
১৮ জুন ২০২০ ১২:৩৬ | আপডেট: ১৮ জুন ২০২০ ১৯:১৫
ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ প্রসিকিউটর ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) তিনি নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি বেসরকারি চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর রানা দাশ গুপ্ত বলেন, ‘বিগত চার থেকে পাঁচ দিন ধরে অনেক জ্বর ও গলাব্যথা ছিল। এরপর গত ১৫ জুন ইমপেরিয়াল হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসি। গত (বুধবার) রাত ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আমার এবং আমার স্ত্রীর করোনাভাইরাস পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চট্টগ্রাম মেডিকেল সেন্টারে আইসোলেশনে থাকব।’