Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমের পিকআপে ১ হাজার ফেনসিডিল: ২ মাদক ব্যবসায়ী রিমান্ডে


১৮ জুন ২০২০ ০২:১৮

ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় থেকে পিকআপবোঝাই আমের ক্যারেটের ভেতর অভিনব পন্থায় লুকায়িত এক হাজার বোতল ফেনসিডিলসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৭ জুন) মামলাটির তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে মাদক আইনের করা মামলায় সুষ্ঠু তদন্ত স্বার্থে সাত দিনের রিমান্ডের প্রার্থনা করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আসামিরা হলেন- মো. শরিফুল ইসলাম (২৪) ও মো. নুরনবী উরফে রিপন (২৩)।

এর আগে গত মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৬ টায় র‌্যাব-২ এর একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়।

ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/এআই/জেএইচ

ফেনসিডিল মাদক ব্যবসায়ী রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর