Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে করোনা ইউনিটে ২ দিনে ২৭ জনের মৃত্যু


১৮ জুন ২০২০ ০১:৩৩ | আপডেট: ১৮ জুন ২০২০ ০২:১০

ঢাকা: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত দুই দিনে ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজেটিভ রোগী ছিলো ৬ জন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ‍সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, গত ১৫ জুন সোমবার দিনগত রাত ১২টা থেকে ১৭ জুন সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেলের দুটি করোনা ইউনিটে ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা পজেটিভ ছিলো। বাকিরা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ৬ জন হলো- গাজীপুরের হোসনে আরা (৩৫), ঢাকার মজিবুর রহমান (৪২) ও ফায়জা বেগম (৭৩), নারায়ণগঞ্জের কামাল হোসেন (৪০), ব্রাহ্মণবাড়িয়ার আ: করিম (৭০) ও নুর জাহান বেগম (৮০)।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, আগে প্রতিদিন ৩৫ থেকে ৪০ জনের মৃত্যু হতো এই হাসপাতালে। এখন হাসপাতালে  ভর্তিকৃত রোগীর মধ্যে করোনা উপসর্গ নিয়ে ভর্তিই বেশি। এজন্য মৃত্যুও বেশি। তবে এখন করোনা ইউনিটে মৃতের সংখ্যা কমে আসছে। এখন প্রতিদিনই অনেকেই সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে।

 

করোনা ইউনিট ঢামেক মৃত্যু রোগী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর