Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ১২ সোনার বারসহ গহনাকর্মী আটক


১৭ জুন ২০২০ ২২:২৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ১২টি সোনার বারসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার ভাটিয়ার বাস স্টপেজ থেকে তাকে আটক করা হয়েছে।

আটক গৌতম বণিক (৩৫) চট্টগ্রাম নগরীর হাজারী লেইনের মিঞা শপিং কমপ্লেক্সের জনৈক চন্দন সেনের গহনা তৈরির কারখানার শ্রমিক। ফেনীর জেলার ফুলগাজী পৌরসভার উত্তর বড়াইয়া গ্রামে তার বাড়ি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন মোল্লা সারাবাংলাকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গৌতম বণিককে আটক করা হয়েছে। তার হেফাজতে থাকা সোনার বারগুলোর উৎস এবং এ সংক্রান্ত কোনো নথিপত্র তিনি দেখাতে পারেননি।

প্রতিটি বারের ওজন প্রায় ১০ ভরি। বাজারমূল্য প্রায় ৭২ লাখ টাকা বলে জানিয়েছেন ওসি। আটক গৌতমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি।

গহনাকর্মী আটক সোনার বার

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর