Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে রাস্তা বন্ধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


১৭ জুন ২০২০ ১৬:৪১

ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হল এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এ সময় তারা ওই এলাকার প্রধান সড়ক বন্ধ করে দেয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১৭ জুন) দুপুর ১২ টার দিকে সিনহা গ্রুপের লিবার্টি কারখানা, এসএমএন ফ্যাশন এবং জেএমএস ডিজাইন নামের দুটি কারখানাসহ তিনটি কারখানার পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল। তবে পুলিশ চেষ্টা করছে তাদের সরিয়ে দিতে।

বিজ্ঞাপন

শ্রমিকরা বলছে, তিন মাস ধরে তাদের বেতন-ভাতা বকেয়া। তাই বেতন-ভাতা না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবে তারা।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার অপারেশন অফিসার ইন্সপেক্টর মো. দুলাল হোসেন সারাবাংলাকে বলেন, ‘আমরা চেষ্টা করছি তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে। কিন্তু তারা কিছুতেই শুনছে।’

ডিএমপির মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) খায়রুল আমিন সারাবাংলাকে বলেন, ‘আমরা চেষ্টা করছি মালিক পক্ষ ও বিজিএমইএ’র মাধ্যমে বিষয়টির সমাধান করতে। তবে তারা রাস্তা বন্ধ করে এখনএ বিক্ষোভ করছে।

পোশাক শ্রমিক বিক্ষোভ বেতন মিরপুর

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর