Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানলেন প্রধানমন্ত্রী


১৭ জুন ২০২০ ১৬:১৬ | আপডেট: ১৭ জুন ২০২০ ১৬:২৯

ফাইল ফটো

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির সবশেষ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে তিনি তিনি করোনা সংকটের সবশেষ তথ্য জেনে নেন সংশ্লিষ্টদের কাছে। একইসঙ্গে তিনি প্রয়োজনীয় পরামর্শও দেন।

বুধবার (১৭ জুন) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

সভায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ পর্যন্ত গৃহীত ব্যবস্থা, চিকিৎসাসামগ্রী সংগ্রহ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একইসঙ্গে আগামী দিনে কোভিড-১৯ মোকাবিলায় যেসব পদক্ষেপ নেওয়া হবে, সেসব পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান।

ফাইল ছবি

করোনাভাইরাস গণভবনে বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ পরিস্থিতি