Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় লকডাউন নিয়ে সিদ্ধান্ত রাতেই: স্থানীয় সরকারমন্ত্রী


১৭ জুন ২০২০ ১৪:৫৫ | আপডেট: ১৭ জুন ২০২০ ১৯:৪২

ঢাকা: রাজধানীতে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে লকডাউন কার্যকর বিষয়ে রাতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার (১৭ জুন) দুপুরে রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, স্বাস্থ্য অধিদফতর লকডাউন কার্যকর করার জন্য ‘রেড জোন’ চিহ্নিত করে দিয়েছে। তবে লকডাউন কার্যকরের দায়িত্ব আমাদের। আজ রাতেই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করে কবে থেকে লকডাউন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ‘রেড জোনে’র কোন কোন এলাকা লকডাউন করা হবে, সেটি চিহ্নিত করে সুনির্দিষ্ট কোনো নকশা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দেওয়া হয়নি বলেও জানান তিনি।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, আমাদেরকে বলা হয়েছে, এই এই এলাকা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু সেসব এলাকা তো অনেক বড়। তাই আমরা বলেছি, চিহ্নিত এলাকার কোন কোন অংশ লকডাউন করতে হবে, বিশেষ করে, বাড়ি, পাড়া, মহল্লা ইত্যাদি চিহ্নিত করে দিতে হবে। এসব চিহ্নিত করলে আমরা ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই লকডাউন নিশ্চিত করতে পারব।

এর আগে, গতকাল মঙ্গলবার (১৬ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসও এক সমন্বয় সভা শেষে জানান, সুনির্দিষ্ট নকশা পেলে ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে চিহ্নিত এলাকায় লকডাউন কার্যকর করা যাবে।

এর আগে, গত ৯জুন থেকে পূর্ব রাজাবাজার এলাকায় পরীক্ষামূলক লকডাউন চলছে। এ এলাকায় লকডাউনের আগে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ছিলেন ৩৯ জন। লকডাউনের পর গত ৮ দিনে ১৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন আরও ২৪ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে এ এলাকায় করোনাোইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৬৩ জন। এর মধ্যে একজন মারা গেছেন।

বিজ্ঞাপন

টপ নিউজ পূর্ব রাজাবাজার রেড জোন লকডাউন লকডাউন কার্যকর

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর