চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে আরেক চিকিৎসকের মৃত্যু
১৭ জুন ২০২০ ১০:৪৬
চট্টগ্রাম ব্যুরো: জ্বর এবং তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে ছয়জন চিকিৎসক মারা গেলেন।
বুধবার (১৭ জুন) সকাল ৬ টা ২৫ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চিকিৎসকের মৃত্যু হয়।
মৃত ডা. নুরুল হক (৪৪) চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালেই কর্মরত ছিলেন। তার বাড়ি কক্সবাজার জেলায়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের রেজিস্ট্রার ডা. মো. নুর নবী সারাবাংলাকে জানান, জ্বর, কাশি এবং মৃদু শ্বাসকষ্ট শুরুর পর গত ১৪ জুন নুরুল হককে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। তবে এখনও পরীক্ষার রিপোর্ট আসেনি।
হাসপাতালে ভর্তির একদিন পর থেকে তার শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমতে থাকে। এ সময় হাই ফ্লো নাসেল ক্যানোলা দিয়ে অক্সিজেন থেরাপি দেওয়া হয়। এরপর অবস্থার আরও অবনতি হলে মঙ্গলবার আইসিউতে নিয়ে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। কিন্তু রক্তচাপ অস্বাভাবিক কমে গেলে বুধবার সকালে তিনি মারা যান।
গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন হবে বলে জানিয়েছেন ডা. নুর নবী।