Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করেনা আক্রান্তদের সশরীরে খোঁজ নিল ডিএমপি টিম-১২


১৭ জুন ২০২০ ০১:৩৬

ঢাকা: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ‘বিশেষ টিম’। রাজধানীর বেসরকারি ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন টিমের সদস্যরা।

মঙ্গলবার (১৬ জুন) ইমপালস হাসপাতাল পরিদর্শনে টিম-১২-এর নেতৃত্বে ছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার শাহ মিজান শাফিউর রহমান। টিমের অন্যান্য সদস্যরা হলেন— অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রশাসন) আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) মো. আবু আশরাফ সিদ্দিকী, সহকারী পুলিশ কমিশনার (প্রসাশন-সদর দফতর) মো. আশিক হাসান ও সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) কে এন রায় নিয়তি।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে টিমের প্রধান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার শাহ মিজান শাফিউর রহমান বলেন, অত্যন্ত আন্তরিকভাবে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও অন্যান্য সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, আক্রান্তরা বড় কোনো অসুবিধা ছাড়াই সেরে উঠছেন। কিছু সদস্য এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। তারা পরিবারের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। কোয়ারেনটাইন সেন্টারগুলোতে অবস্থানরত পুলিশ সদস্যরা বড় কোনো অসুবিধা ছাড়াই ভালো আছেন।

এছাড়াও পরিদর্শন দল কোয়ারেনটাইনে থাকা পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা দেখার জন্য পল্লবী থানা কোয়ারেনটাইন সেন্টার ও উত্তরা পুলিশ লাইনস, দিয়াবাড়ি কোয়ারেনটাইন সেন্টার পরিদর্শন করেন।

ডিএমপি সদর দফতর বলছে, সম্মুখসারির যোদ্ধা হিসেবে করোনাভাইরাস প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পুলিশ। তাই আক্রান্ত সদস্যদের সু‌চি‌কিৎসাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করতে আইজিপি ড. বেনজীর আহমেদ পু‌লি‌শের বি‌ভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি ‘বিশেষ টিম’ গঠনের নি‌র্দে‌শ দেন।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়, নিরাপদ দূরত্ব বজায় রেখে এই বিশেষ টিমগুলো করোনা আক্রান্ত প্রত্যেক সদস্যকে সরেজমিনে পরিদর্শন করবে, তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নেবে, হাসপাতাল কিংবা আইসোলেশনে থাকাকালীন তাদের বিভিন্ন সমস্যার কথা জেনে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেবে এবং পদমর্যাদা নির্বিশেষে প্রত্যেক সদস্য যেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা পান, সে বিষয়টি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেবে।

এরই ধারাবাহিকতায় গত ৮ মে থেকে ডিএম‌পি ক‌মিশনা‌রের প্রত্যক্ষ তত্ত্বাবধা‌নে বিভিন্ন ইউনিটের চিকিৎসাধীন পুলিশ সদস্যদের সশরী‌রে পরিদর্শন শুরু করেছে বিশেষ টিম।

প্রসঙ্গত, ইমপালস হাসপাতালে ডিএমপির পাশাপাশি ভোলা জেলা, টাঙ্গাইল জেলা, র‍্যাব ফোর্সেস, এসবি, এপিবিএন, সিআইডি, নৌ পুলিশ, বরিশাল মেট্রো, পুলিশ হেড কোয়ার্টার্স ও এসপিবিএনসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ১৮২ জন পুলিশ সদস্য চিকিৎসাধীন আছে। এছাড়াও পল্লবী থানা কোয়ারেনটাইন সেন্টারে তিন জন ও উত্তরা পুলিশ লাইন্স দিয়াবাড়ি কোয়ারেনটাইন সেন্টারে ৩১ জন পুলিশ সদস্য কোয়ারেনটাইনে আছেন।

ইমপালস হাসপাতাল করোনা আক্রান্ত পুলিশ সদস্য কোয়ারেনটাইন সেন্টার টিম-১২

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর