Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের আহ্বান আ.লীগের


১৬ জুন ২০২০ ২৩:৫১ | আপডেট: ১৭ জুন ২০২০ ০০:০৮

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক অনির্ধারিত বৈঠকে কেন্দ্রীয় নেতারা মুজিববর্ষে দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশনা প্রতিপালন ও বাস্তবায়নের কৌশল নির্ধারণের আলাপ-আলোচনা করেন। সেই বৈঠক থেকেই দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সভাপতির নির্দেশনাটি সম্পর্কে অবহিত করেন।

বিজ্ঞাপন

গতকাল সোমবার (১৫ জুন, ১ আষাঢ়) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে। অনুষ্ঠানে তিনি আগামী তিন মাসে তিনটি করে গাছ লাগাতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি নির্দেশনা দেন। কেন্দ্রীয় নেতারা দলীয় সভাপতির এই আহ্বানকে বাস্তবায়ন করার জন্য সবার প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান সারাবাংলাকে এসব তথ্য  নিশ্চিত করেন।

সায়েম খান জানান, বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে আহ্বান জানানো ছাড়াও করোনাভাইরাস আক্রান্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল হোসেন, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, কার্যনির্বাহী সংসদের সদস্য বদর উদ্দীন আহমদ কামরান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেন কেন্দ্রীয় নেতারা। সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সবার বিদেহী আত্মার শান্তিও কামনা করেন তারা।

বৈঠকে সিদ্ধান্ত হয়, পরে সুবিধাজনক কোনো একটি সময়ে করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে মৃত সবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হবে।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট  জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদফতর সম্পাদক সায়েম খান এবং কার্যনির্বাহী সংসদের সদস্য সাহাবুদ্দিন ফরাজী।

আওয়ামী লীগ বৃক্ষরোপণ শেখ হাসিনা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর