ভ্রমণ কোটায় আন্তর্জাতিক ডেবিট কার্ড ইস্যু করতে পারবে ব্যাংক
১৬ জুন ২০২০ ২৩:৩৫ | আপডেট: ১৭ জুন ২০২০ ১২:৫০
ঢাকা: ব্যক্তিগত ভ্রমণ কোটায় গ্রাহকদের ব্যাংক হিসাবের বিপরীতে আন্তর্জাতিক ডেবিট কার্ড ইস্যু করতে পারবে ব্যাংকগুলো। দেশের তফসিলি ব্যাংকগুলোকে এ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ভ্রমণ কোটার বৈদেশিক মুদ্রা নেওয়ার বার্ষিক লিমিট এই কার্ডে ব্যবহার করা যাবে।
মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ভ্রমণ কোটার আওতায় গ্রাহকের স্থানীয় মুদ্রায় খোলা ব্যাংক হিসাবের বিপরীতে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে ব্যাংকগুলো। বার্ষিক ভ্রমণ কোটার ডলার পাসপোর্ট এন্ডোর্সমেন্ট হতে হবে। পাসপোর্টে এন্ডোর্সের অতিরিক্ত ডলার ব্যবহার করতে পারবেন না কোনো গ্রাহক। গ্রাহকের স্থানীয় মুদ্রায় যে হিসাবের সঙ্গে আন্তর্জাতিক ডেবিট কার্ড সংযুক্ত থাকবে, সেই হিসাবে পর্যাপ্ত অর্থ থাকতে হবে, যেন কার্ড দিয়ে খরচ করা অর্থ সমন্বয় করা সম্ভব হয়।
উল্লেখ্য, বর্তমানে বিশ্বের যেকোনো দেশে ব্যক্তিগত ভ্রমণের জন্য বাংলাদেশিরা বছরে মাথাপিছু সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ খরচ করতে পারেন। এর আগে সার্কভুক্ত দেশ ও মায়ানমারের জন্য এ সীমা ছিল ৫ হাজার, অন্যান্য দেশের জন্য ৭ হাজার ডলার।