লাদাখে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত: এএনআই
১৬ জুন ২০২০ ২৩:৩১ | আপডেট: ১৭ জুন ২০২০ ০০:১৭
ভারত-চীন সীমান্তের লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনা সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সৈনিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বার্তা সংস্থা এএনআই ভারতের সেনা সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।
এএনআই-এর ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সোমবার রাতের সংঘর্ষে চীনের কমপক্ষে ৪৩ জন সৈন্য নিহত বা গুরুতর আহত হয়েছেন। তবে লাদাখে ভারতীয় সেনা নিহতের খবর স্বীকার করলেও কোনো চীনা সৈন্য হতাহতের খবর স্বীকার করেনি চীন।
এর আগে মঙ্গলবার ভারতের সেনাবাহিনীর তরফ থেকে এক বার্তায় বলা হয়, গলওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়া চলছে। এমন সময় সোমবার রাতে সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক অফিসার এবং দুই সেনার মৃত্যু হয়েছে। উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করছেন। তবে বার্তা সংস্থা এএনআই ভারতের সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে ২০ ভারতীয় সেনা মৃত্যুর খবর প্রকাশ করলো।
আরও পড়ুন- ‘এক তরফা পদক্ষেপ’ না নিতে ভারতকে চীনের হুশিয়ারি
এদিকে লাদাখ সীমান্তে সংঘর্ষের ঘটনার ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়, ‘ সোমবার দুই বার সীমান্ত পার হয়ে চীনে ঢুকে পড়ে ভারতীয় সেনারা। চীনা নাগরিকদের আক্রমণ করেছিলো তারা। ফলে দুই সীমান্ত রক্ষীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন’। তবে এ সংঘর্ষে কোন পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি বলে জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
উল্লেখ্য, ভারত এবং চীনের মধ্যে প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। সম্প্রতি পরমাণু ক্ষমতাসম্পন্ন দুই প্রতিবেশীর এ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বছরের শুরু থেকেই সীমান্তে দুই শক্তিশালী সেনাবাহিনী মুখোমুখি অবস্থান নিয়েছে। এর আগে গেল মে মাসে দুই দেশের প্রায় শতাধিক জওয়ান হাতাহাতি সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। সেসময় উভয় দেশের জওয়ানরা জখম হয়েছিলেন।
ষাটের দশকে দুই শক্তিধর সেনাবাহিনীর একমাত্র যুদ্ধ হয়। তবে এর পরে সীমান্ত ছোটখাটো দ্বন্দ্বে জড়িয়েছে দুই দেশ। বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, ১৯৭৫ সালে অরুণাচল প্রদেশে এক সংঘর্ষে ৪ ভারতীয় সেনা প্রাণ হারিয়েছিলেন। এর প্রায় ৪৫ বছর এবার সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটছে।
আরও পড়ুন- লাদাখে উত্তেজনা, ভারত-চীন সেনা মুখোমুখি
সিকিমে কিল-ঘুষিতে জড়ালেন চীন-ভারতের সেনারা
‘চীন বা পাকিস্তানের ১ ইঞ্চি মাটিও চায় না ভারত’