Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে


১৬ জুন ২০২০ ২১:০৩

ঢাকা: নভেল করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ। তিনি রাজধানীর একটি হাসপাতালে আইসোলেশনে আছেন।

মঙ্গলবার (১৬ জুন) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ নিজেই।

তিনি সারাবাংলাকে বলেন, ‘আমি কিছুদিন ধরে জ্বর জ্বর অনুভব করছিলাম। আমাদের সবার এখন আসলে সচেতন থাকতে হবে। আর জ্বর অনুভব করলে কোথাও যাওয়া বিপদজনক। এ জন্য আমি সংসদ অধিবেশনেও যোগ দেই নাই সতর্কতা অংশ হিসেবে।’

তিনি বলেন, ‘আমি বর্তমানে সুস্থ আছি। তাও আইসোলেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমাদের দেশ যেনো দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সৃষ্টিকর্তার কাছে এই দোয়াই করি।’

আইসোলেশন করোনা কোভিট ১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর