চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ এনজিও কর্মীর মৃত্যু
১৬ জুন ২০২০ ১৭:২৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিনিট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। তারা বন্ধুচুলা ফাউণ্ডেশন নামে একটি এনজিও’র কর্মী বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাদিফকিরহাট ছড়ারকূল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- জহিরুল ইসলাম (৩৪) এবং লুৎফুর রহমান (৪৮)। এদের দুজনের মধ্যে জহিরুল বন্ধুচুলা ফাউণ্ডেশনের শাখা ব্যবস্থাপক এবং লুৎফুর তার সহকারী।
হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম সারাবাংলাকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছড়ারকূল এলাকায় দ্রুতগামী একটি মিনিট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী দুজন রাস্তায় ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মিনিট্রাক ফেলে চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা সাইদুল ইসলাম।