Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিরামনি হত্যায় জড়িতদের কঠোর শাস্তি দাবি জাপা চেয়ারম্যানের


১৬ জুন ২০২০ ১৪:১৪

ঢাকা: লক্ষীপুরের হামছাদী ইউনিয়নে নবম শ্রেণিতে পড়ুয়া হিরামনিকে ধর্ষণের পরে শ্বাসরোধে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে পৈশাচিক এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘মহামারি করোনাকালে এমন বর্বর ঘটনা মেনে নেওয়া যায়না। ধর্ষণের পরে হত্যার শিকার হিরামনির বাবা হারুন অর রশিদ ক্যান্সারের সাথে যুদ্ধ করছে। হিরামনির মা ও ছোট দুই ভাইবোন বাবা-মার সাথে রাজধানীর একটি হাসপাতালে আছে। এমন পরিস্থিতিতে হিরামনি হত্যার ঘটনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়া বাবা এবং পরিবারের জন্য যেমন অসহনীয় তেমনি এই সামজের জন্যও লজ্জাজনক।’

বিজ্ঞাপন

নবম শ্রেণির ছাত্রী হিরামনিকে ধর্ষণের পর হত্যা, দুই যুবক আটক

তদন্ত সাপেক্ষে হিরামনি হত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে আইনশৃংখলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় পার্টি ধর্ষণ শ্বাসরোধে হত্যা হিরামনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর