Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা, বাড়তে পারে মাত্রা


১৬ জুন ২০২০ ১২:৫৭ | আপডেট: ১৬ জুন ২০২০ ১৫:১৫

ঢাকা: সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে। আর এই বৃষ্টি আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি এর মাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে। এই সময়ে দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য কোন সতর্ক সংকেত নেই। তবে নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৬) সারাবাংলাকে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দীন।

বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী তিনদিন বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।

অধিদফতর বলছে, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আদ্রতা ছিল ৮৬ শতাংশ। বিকেলে তা কমে দাঁড়াবে ৭৪ শতাংশে।

বাড়তে পারে বৃষ্টিপাত মাত্রা সম্ভাবনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর