Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহের ৫ এলাকা রেড জোনে


১৬ জুন ২০২০ ০৩:৩৩

ময়মনসিংহ: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার আকুয়া, কাচিঝুলি, চরপাড়া ও মেডিকেল কলেজ এলাকা এবং ভালুকার হবিরবাড়ি ইউনিয়নকে করোনার হটস্পট হিসেবে রেড জোন ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে লকডাউন বাস্তবায়ণ করা হচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক ময়মনসিংহ জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি সভাপতি ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, রেড জোন চিহ্নিত এলাকায় লাল পতাকা ওড়ানো হয়েছে। ওই সব এলাকার জনমানুষের চলাচল ও দোকানপাট খোলা রাখার সুযোগ সীমিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত  ৯৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকাতেই আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন। অন্যদিকে ভালুকায় মোট ১৭৪ জন রোগীর মধ্যে ১০৩ জন হবিরবাড়ী ইউনিয়নের বাসিন্দা।

৫ এলাকায় রেড জোন ময়মনসিংহ ময়মনসিংহ সিটি করপোরেশন রেড জোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর