Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর্শনা পৌরসভার ২ ওয়ার্ড মঙ্গলবার থেকে লকডাউন


১৫ জুন ২০২০ ২০:১৫ | আপডেট: ১৬ জুন ২০২০ ০২:৪৮

চুয়াডাঙ্গা: করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা বেশি হওয়ায় চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ জুন) থেকে এই দুইটি ওয়ার্ডে লকডাউন কার্যকর করা হবে।

সোমবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোভিড-১৯ করণীয় বিষয়ক জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, দর্শনা পৌরসভার ৫ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ডকে রেড জোন হিসেবে ঘোষণা করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ নির্দেশ আগামীকাল মঙ্গলবার ১৬ জুন থেকে কার্যকর হবে। আর যারা দরিদ্র, তাদের ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহ মো. মারজান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানসহ সরকারি কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

৫ ও ৭ নম্বর ওয়ার্ড দর্শনা পৌরসভা রেড জোন ঘোষণা লকডাউন কার্যকর

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর