করোনায় জীবন দিলেন ডিএমপির আরও ২ পুলিশ সদস্য
১৫ জুন ২০২০ ২০:৩০ | আপডেট: ১৬ জুন ২০২০ ০২:০৪
ঢাকা: করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ফ্রন্টলাইন কর্মী হিসেবে কর্মরত আরও দু’জন পুলিশ সদস্য প্রাণ দিয়ছেন। করোনাভাইরাস থেকে মানুষকে সুরক্ষিত রাখতে গিয়ে আক্রান্ত হয়ে প্রাণ হারানো দু’জনই ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।
সোমবার (১৫ জুন) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাযুদ্ধে জীবন বিসর্জন দেওয়া সম্মুখযোদ্ধা দুই পুলিশ সদস্য হলেন— এসআই এস এম মুকুল (৫৫) ও কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ (৫১)। এসআই মুকুল ১৫ জুন সকালে ইম্পালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। একই সময় কনস্টেবল আজাদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এসআই মুকুলের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার চরকুলী গ্রামে। আর কনস্টেবল আজাদের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশা গ্রামে।
পুলিশ সদর দফতর এই বীর সদস্যদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।
এসআই মুকুল ও কনস্টেবল আজাদকে নিয়ে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ২৬ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।
২ পুলিশ সদস্য এসআই এস এম মুকুল কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ করোনাভাইরাস করোনায় আক্রান্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সম্মুখযোদ্ধা