ঢাবির সিন্ডিকেটে নতুন ৩ সদস্য নির্বাচিত, বাজেট অধিবেশন ২৩ জুলাই
১৫ জুন ২০২০ ১৯:৪১ | আপডেট: ১৫ জুন ২০২০ ২২:০১
ঢাকা বিশ্ববিদ্যালয়: এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেটে নতুন তিন সদস্যকে নির্বাচিত করা হয়েছে। রোববার (১৪ জুন) ঢাবি সিনেটের বার্ষিক অধিবেশনে তাদের নির্বাচিত করা হয়। এছাড়া ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপনের জন্য ২৩ জুলাই অধিবেশন ডেকেছেন উপাচার্য। সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষাবিদ, রেজিস্ট্রার গ্র্যাজুয়েট, বিশিষ্ট নাগরিক— এই তিন ক্যাটাগরিতে নির্বাচিত নতুন ওই তিনজন সদস্য হলেন- যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস. এম বাহালুল মজনুন চুন্নু এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক শামসুজ্জাামান খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাঁচ বছর মেয়াদী ‘স্ট্র্যাটেজিক প্ল্যান’ গ্রহণ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুসমর্থিত হয়েছে। তবে আজকের অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয়নি। বাজেট উপস্থাপন ও বিবেচনার জন্য আগামী ২৩ জুলাই ফের অধিবেশন ডেকেছেন উপাচার্য।
পাঁচ বছর মেয়াদী ‘স্ট্র্যাটেজিক প্ল্যান’ গ্রহণ করা প্রসঙ্গে অধিবেশনে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাঁচ বছর মেয়াদী ‘স্ট্র্যাটেজিক প্ল্যান’ গ্রহণ করা হবে। এ ‘স্ট্র্যাটেজিক প্ল্যান’-এ গবেষণা, শিক্ষার পরিবেশ ও আধুনিকায়ন, প্রশাসনিক দক্ষতা ও সমন্বয়, শিক্ষার্থীদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ, বিশ্ববিদ্যালয় কমিউনিটির উন্নয়ন (শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের), বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বাহ্যিক নান্দনিক পরিবেশ, প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশাসনিক কাজে অংশগ্রহণে উৎসাহিতকরাহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ষিক এই অধিবেশনে অ্যাকাডেমিক কাউন্সিলের বিশেষ সভার সিদ্ধান্তক্রমে আপাতত সান্ধ্যকালীন তথা অনিয়মিত একাডেমিক কর্মসূচিতে সবধরনের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। অধিবেশনে ফিন্যান্স কমিটিতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানকে মনোনয়ন দেওয়া হয়।
স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত এই অধিবেশনে সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সংসদ সদস্য, ডাকসুর প্রতিনিধিসহ সকল ক্যাটাগরি থেকে মোট ৬৩ জন সিনেট সদস্য এই অধিবেশনে অংশ নেন।