Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খোদা হাফিজ’ আসবে অন্যভাবে


১৫ জুন ২০২০ ১৬:৪২

বিদ্যুৎ জামওয়াল ২০১৯ সালে বক্স অফিসে হিট ‘কমান্ডো থ্রি’ উপহার দিয়েছিলো। ছবিটি টেলিভিশনেও বেশ ভালো টিআরপি পেয়েছিলো। ফলে বক্স অফিসে তার বেশ ভালো প্রভাব তৈরি হয়েছে। তার পরবর্তী ছবি ‘খোদা হাফিজ’ সিনেমা হলে মুক্তি পাবে না। ভিন্নভাবে মুক্তি পরিকল্পনা প্রযোজকদের। সরাসরি স্ট্রিমিং সাইট ডিজনি প্লাস হটস্টারে মুক্তি দেওয়া হতে পারে। খবর বলিউড হাঙ্গামা।

করোনাভাইরাসের কারণে ভারত সরকার গত ২৪ মার্চ থেকে দুমাস পুরো দেশ লকডাউন রেখেছিলো। আশা করা হচ্ছে জুলাই মাস থেকে সিনেমা হলগুলো আবার খোলার অনুমতি দিবে সরকার। কিন্তু আশঙ্কা করা হচ্ছে দর্শক আর আগের মত হবে না। প্রযোজকরা পুরো ঘটনার উত্তাপটি টের পেয়েছেন এবং নিজেদের গতিপথ পরিবর্তন করে নিয়েছেন।

বিজ্ঞাপন

বড় বড় প্রযোজকদের কাছে ওটিটি প্ল্যাটফর্মগুলোর নানা ধরণের অফার রয়েছে। তারা সেগুলো লুফেও দিয়েছেন। অন্যদের মতো তাই ‘খোদা হাফিজ’র প্রযোজকও একই পথে হেঁটেছেন।

‘বলিউড হাঙ্গামা’ বলছে, ‘খোদা হাফিজ’র প্রযোজক কুমার মাঙ্গাত পাঠক ও অভিষেক পাঠকের কাছেও প্রস্তাব গিয়েছে ডিজনি প্লাস হটস্টার থেকে। প্রথম দিকে তারা চেয়েছিলেন কিছুটা সময় অপেক্ষা করতে। কিন্তু পরবর্তীতে তারা যখন দেখলেন লকডাউন বৃদ্ধি পাচ্ছে এবং দর্শকদের হলে আসার খুব একটা সম্ভাবনা নেই, তখন তারা অফারটি লুফে নেন।

তবে দুপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি। কারণ বিনিময়ের অংক এখনও দফারফা হয়নি।

‘খোদা হাফিজ’ একটি রোমান্টিক অ্যাকশন ছবি। এতে বিদ্যুৎ জামওয়ালের পাশাপাশি আরও আছেন আহনা কুমরা এবং শিবালিকা ওবেরয়।

২০১০ সালের ছবি ‘আল্লাহ কে বান্দে’র পরিচালক ফারুক কবির ‘খোদা হাফিজ’ পরিচালনা করছেন। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। যার গল্পে দেখা যাবে একজন লোক তার স্ত্রী ফিরে পাবার লড়াই করছেন। যিনি কিনা মধ্য-প্রাচ্যের একটি রয়েছেন। গত বছর ছবিটির শুটিং হয়েছিলো ওজবেকিস্তানে।

বিজ্ঞাপন

আহনা কুমরা খোদা হাফিজ ডিজনি প্লাস হটস্টার বিদ্যুৎ জামওয়াল শিবালিকা ওবেরয়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর