চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে ‘ধর্ষক’ নিহত
১৫ জুন ২০২০ ১৩:৫৬ | আপডেট: ১৫ জুন ২০২০ ১৩:৫৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। ওই যুবক বাঁশখালী উপজেলায় একটি চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি বলে জানিয়েছে র্যাব।
রোববার (১৪ জুন) গভীর রাতে বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামে এই বন্দুকযুদ্ধ হয়েছে বলে দাবি র্যাবের। নিহত আব্দুল মজিদের (৩০) বাড়ি বৈলছড়ি এলাকায়।
র্যাব-৭ এর সহকারি পরিচালক (গণমাধ্যম) এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, রাত আড়াইটার দিকে র্যাবের টহল দলের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মজিদের লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে একটি দেশি বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব কর্মকর্তারা জানান, বৈলছড়িতে গত ২৭ এপ্রিল রাতে এক তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে মজিদ ও তার সহযোগিরা। এই ঘটনায় দায়ের হওয়া মামলার এক নম্বর আসামি ছিলো মজিদ।