দারুস সালামে বিশ্ববিদ্যালয় শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
১৫ জুন ২০২০ ১৩:২৭
ঢাকা: রাজধানীর দারুসসালাম বসুপাড়া এলাকার একটি বাসা থেকে তপু মজুমদার নামের ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
সোমবার (১ ৫জুন) সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দারুস সালাম থানা পুলিশ।এসময় বসুপাড়া সামসুল আরেফিনের বাসার ২য় তলার মেস থেকে দরজা ভেঙে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠানো হয়।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, সকালে খবর পেয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই বাসা থেকে শিক্ষকের মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক ভাবে জানতে পেরেছি তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালি উপজেলায়। বাবার নাম গৌরাঙ্গ মজুমদার। গাবতলীর ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ছিলেন। তিনি কিছুটা মানসিক সমস্যায় ছিলেন, এই কারণেই গতরাত ১টা থেকে সকাল ৭টার মধ্যে মেসের একটি রুমের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।