Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ অধিবেশন শুরু


১৫ জুন ২০২০ ১২:৫১

ঢাকা: সংক্ষিপ্ত পরিসরে সংসদ সদস্যদের উপস্থিতিতে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। সকাল ১০ টা ৩০ মিনিটে শুরু হয় অধিবেশন। শুরুতেই সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু করেন অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরা।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করছেন অধিবেশনের। অধিবেশনের শুরুতেই স্পিকার সম্পূরক বাজেট পাসসহ সোমবার বেশ কিছু কার্যসূচি রয়েছে। একই সঙ্গে সংসদ সদস্যদেও নির্দ্দিষ্ট সময়ের মধ্যে তাদেও বক্তব্য শেষ করার জন্য আহ্বান জানান।

বিজ্ঞাপন

গতকাল রোববার সম্পূরক বাজেটের ওপর আলোচনা করার কথা থকালেও মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রস্তাবের পর আলোচনা এবং রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি করা হয়।

করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে এবারের বাজেট অধিবেশন শুরু হয়।

২০২০-২১ অর্থবছর করোনাভাইরাস জাতীয় সংসদ বাজেট সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর