রাজারবাগ পুলিশ লাইনে আগুন
১৫ জুন ২০২০ ০৪:৩৩ | আপডেট: ১৫ জুন ২০২০ ০৮:৪০
ঢাকা: রাজাবাগ পুলিশ লাইনের স্টোররুমে আগুন লেগেছে। রোববার (১৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহাদাত হোসেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। আগুনটি বেশ বড় আর তাই এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি। ধরণা করা হচ্ছে স্টোররুম থেকে আগুনের সূত্রপাত।
টোটাল ১১ টা ইউনিট কাজ করে আগুন নিভিয়ে ফেলেছে দমকল কর্মীরা। ডিউটি অফিসার আরো বলেন, পুরাতন মালামাল রাখা ছিল রাজারবাগ পুলিশ লাইন্সের ওই স্টোরটিতে।
এখন পর্যন্ত কেউ হতাহত নেই বলেও জানান ডিউটি অফিসার কামরুল ইসলাম।