বাবা ট্রাম্পের জন্মদিনে মেয়ে ইভাঙ্কা’র টুইট
১৫ জুন ২০২০ ০০:০২ | আপডেট: ১৫ জুন ২০২০ ০০:০৯
যুক্তরাষ্ট্রভিত্তিক মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে পোস্ট দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্টকন্যা ইভাঙ্কা ট্রাম্প।
রোববার (১৪ জুন) বাংলাদেশ স্থানীয় সময় রাত নয়টায় প্রকাশিত এক টুইটার বার্তায় লিখেছেন – ‘শুভ জন্মদিন বাবা! ভালোবাসি!’ সঙ্গেসঙ্গে তার শৈশবের কোনো এক জন্মদিনে বাবা ডোনাল্ড ট্রাম্পের কোলে বসা একটি ছবি সংযুক্ত করেছেন তিনি।
পাশাপাশি, অপর এক টুইটার বার্তায় পতাকা দিবসে যুক্তরাষ্ট্রের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট তনয়া।
Happy Birthday @realDonaldTrump! Love you! 💛 pic.twitter.com/hMEVRMC3W5
— Ivanka Trump (@IvankaTrump) June 14, 2020
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্সে জন্ম নেন। রিপাবলিকান দল থেকে ফের ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাচ্ছেন ৭৭ বছর বয়সী এই মার্কিন ব্যবসায়ী।