বিশ্বজুড়ে ৫১ শতাংশ করোনা আক্রান্ত সেরে উঠেছেন
১৪ জুন ২০২০ ১৭:১৪ | আপডেট: ১৪ জুন ২০২০ ২১:৫৫
নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর রোববার (১৪ জুন) এই প্রতিবেদন লেখা অবধি চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৪০ লাখ ৫৬ হাজার ৬৩ জন। একই সময়ে মোট আক্রান্ত ৭৮ লাখ ৯৫ হাজার ৭৭৭ জনের সঙ্গে তুলনা করলে দেখা যায়, প্রায় ৫১ শতাংশ করোনা আক্রান্ত সেরে উঠেছেন। সূত্র – ওয়ার্ল্ডোমিটার।
এদিকে, সেরে ওঠা করোনা রোগীদের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রগুলোর প্রকাশিত নথি অনুসারে, ২১ লাখ ৪২ হাজার ২২৪ জন আক্রান্তের বিপরীতে যুক্তরাষ্ট্রে আট লাখ ৫৪ হাজার ১০৬ জন সেরে উঠেছেন। ব্রাজিলে সাড়ে আট লাখ আক্রান্তের বিপরীতে চার লাখ ৩৭ হাজার ৫১২ জন সেরে উঠেছেন। রাশিয়ায় পাঁচ লাখ ২৮ হাজার ৯৬৪ জন আক্রান্তের বিপরীতে দুই লাখ ৮০ হাজার ৫০ জন সেরে উঠেছেন।
অন্যদিকে, ভারতে তিন লাখ ২২ হাজার ৬১২ জন আক্রান্তের বিপরীতে প্রায় দেড় লাখ মানুষ কোভিড-১৯ বৈশ্বিক মহামারি থেকে সেরে উঠেছেন। বাংলাদেশে করোনা আক্রান্ত ৮৭ হাজার ৫২০ জনের মধ্যে ১৮ হাজার ৭৩০ জন এখন পর্যন্ত সেরে উঠেছেন।
তবে, যুক্তরাজ্য-স্পেন-সুইডেন-নেদারল্যান্ডসের পক্ষ থেকে মোট সেরে ওঠা কোভিড-১৯ রোগীর সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে না। ওই চার দেশের পক্ষ থেকে সেরে ওঠা করোনা রোগীর সংখ্যা জানানো হলে, মোট সেরে ওঠা রোগীর সংখ্যা আরও বাড়তো।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে রোববার (১৪ জুন) পর্যন্ত বিশ্বব্যাপী মোট চার লাখ ৩২ হাজার ৮৮২ জনের মৃত্যু হয়েছে।
করোনা: লাইভ আপডেট
ওয়ার্ল্ডোমিটার কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস সেরে উঠেছেন