Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে ট্যাংকার বিস্ফোরণ: মৃত ১৯, আহত ১৭২


১৪ জুন ২০২০ ১৫:৫৫ | আপডেট: ১৪ জুন ২০২০ ১৯:২৫

চীনের পূর্বাঞ্চলীয় ঝিঝিয়াং প্রদেশের ওয়েনলিং শহরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনকারী ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৭২ জন। রোববার (১৪ জুন) প্রাদেশিক কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)।

এর আগে, শনিবার (১৩ জুন) স্থানীয় সময় বিকেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপর থেকেই উদ্ধারকর্মীরা এই দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে চীনের রাষ্ট্রীয় মুখপাত্র ওই ট্যাংকার বিস্ফোরণের ঘটনা তদন্তে কোনো পক্ষের গাফিলতি রয়েছে কি না, তা তদন্তে কাজ করছে রাজ্য কাউন্সিলের ওয়ার্ক সেফটি কমিটি।

ওই ওয়ার্ক সেফটি কমিটির পক্ষ থেকে সিজিটিএন’কে বলা হয়েছে, এলএনজি পরিবহনের সঙ্গে জড়িত সকল পক্ষকেই দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। চীনের যে কোনো স্থানে এ ধরনের জ্বালানি পরিবহনের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ব্যাপারে বলা আছে, সেইখানে কারো গাফিলতি থাকলে শাস্তির মুখোমুখি হতেই হবে।

এলএনজি চীন ট্যাংকার বিস্ফোরণ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর