সিএমএইচে নানক-নাছিম, ধর্ম প্রতিমন্ত্রীর দাফনের সিদ্ধান্ত সকালে
১৪ জুন ২০২০ ০৩:৫০
ঢাকা: ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র জানাজা ও দাফনের বিষয়ে রোববার (১৪ জুন) সকালে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি জানান, সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর খবরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধ্যরাতেই হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ দলের কেন্দ্রীয় নেতারা। সেখান থেকেই এসব তথ্য জানান নানক।
আরও পড়ুন- ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ আর নেই
শনিবার (১৩ জুন) রাত পৌনে ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ। হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন বলে জানা গেছে।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ধর্ম প্রতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সকালে পরীক্ষার রিপোর্ট পেলে সিদ্ধান্ত নেওয়া হবে, তার জানাজা ঢাকায় নাকি জন্মভূমি গোপালগঞ্জে হবে।
এদিকে, ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ সভাপতির নির্দেশনা সিএমএইচে ছুটে যান জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতারা বলেন, তৃণমূল থেকে উঠে আসা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ছিলেন আওয়ামী লীগের একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য নেতা। এ কারণেই প্রধানমন্ত্রীর নির্বাচনি আসন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) এলাকার উন্নয়নে তার প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী নিজে রাষ্ট্রীয় দায়িত্বে ব্যস্ত থাকায় তার প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। সবশেষ গত ৭ মে প্রধানমন্ত্রী ফের তাকে ওই এলাকায় উন্নয়নে শেখ আব্দুল্লাহ’কেই প্রতিনিধি করেন।
অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানাজা টপ নিউজ দাফন ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যু