করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন স্বাস্থ্য সচিবের স্ত্রী
১৪ জুন ২০২০ ০০:৪১ | আপডেট: ১৪ জুন ২০২০ ১০:৫৫
ঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে সদ্য বদলি হয়ে আসা সচিব মো. আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার (১৩ জুন) দিবাগত মধ্যরাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন সারাবাংলাকে বলেন, করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার পরে বুধবার (১০ জুন) তাকে প্রথমে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই তাকে সিএমএইচে নেওয়া হয়। সেখানেই আজ রাত ১১টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।