মোহাম্মদ নাসিমের মৃত্যুতে কাদের সিদ্দিকীর শোক
১৩ জুন ২০২০ ২২:১০ | আপডেট: ১৩ জুন ২০২০ ২২:৩০
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক।
শনিবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে কাদের সিদ্দিকী বলেন, ‘মোহাম্মদ নাসিম জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র। তার পিতার মতোই তিনি এ দেশের গণমানুষের নেতা ছিলেন। মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতি ও সকল গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিমের রয়েছে অপরিসীম অবদান।’
বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রয়াত নেতার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
কাদের সিদ্দিকী কাদের সিদ্দিকীর শোক মোহাম্মদ নাসিম মোহাম্মদ নাসিমের মৃত্যু