Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসা-বাড়িতে এডিসের লার্ভা, ডিএনসিসির অভিযানে ৫ লাখ টাকা জরিমানা


১৩ জুন ২০২০ ১৯:০৫

ঢাকা: বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অষ্টম দিনে ১৩৮টি বাসা-বাড়ি ও নির্মানাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়া গেছে। এ অপরাধে ২৬টি মামলায় ৫ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এই অভিযান চালাচ্ছে।

শনিবার (১৩ জুন) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই চিরুনি অভিযান চলে। এদিন মোট ১৩ হাজার ৪৮৯টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে ১৩৮টিতে এডিস মশার লার্ভা পায় পরিদর্শন টিম। এসময় ৮ হাজার ৫৬৬টি বাড়ি/স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশও পেয়েছে পরিদর্শন টিম।

বিজ্ঞাপন

ডিএনসিসির তথ্য কর্মকর্তা আতিকুর রহমান জানান, গত ৬ জুন থেকে আজ পর্যন্ত এই ৮ দিনে ৫৪টি ওয়ার্ডে মোট ১ লাখ ৭ হাজার ৬২৮টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়েছে। এসবের মধ্যে মোট ১ হাজার ২৬৯টিতে এডিস মশার লার্ভা এবং ৭৪ হাজার ৩০৯টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশের সন্ধান পাওয়া গেছে। এই ৮ দিনে মোট ১৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

এডিসের লার্ভা ডিএনসিসি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর