Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আ.লীগের ৭ দিনের শোক ঘোষণা


১৩ জুন ২০২০ ১৭:৫৪ | আপডেট: ১৩ জুন ২০২০ ১৮:২৮

সিরাজগঞ্জ: জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য সন্তান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৭ দিনের শোক ঘোষণা ও নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) সিরাজগঞ্জ জেলা আওয়মী লীগের সভাপতি মো. আবদুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপির সই করা এক বিজ্ঞপ্তিতে সাত দিনের শোক ও কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

কর্মসূচির মধ্যে রয়েছে- সদ্যপ্রয়াত মোহাম্মদ নাসিম এমপি স্মরণে সাত দিনব্যাপী সিরাজগঞ্জ জেলা কার্যালয়সহ জেলার অর্ন্তগত সব ইউনিট কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং মরহুমের রুহের মাগফেরাত ও শান্তি কামনায় সিরাজগঞ্জের এস এস রোডের দলীয় কার্যালয়ে কুরআনখানি।

প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে মোহাম্মদ নাসিম এমপি স্মরণে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেওয়া সব কর্মসূচির যথাযথভাবে পালনের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মোহাম্মদ নাসিম শোক ঘোষণা সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ