Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ঢাকার দুই মেয়রের শোক


১৩ জুন ২০২০ ১৭:৪৭

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শোক প্রকাশ করেছেন।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় পৃথক পৃথক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বিজ্ঞাপন

শোকবার্তায় তারা বলেন, ‘মোহাম্মদ নাসিম জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পূত্র। মোহাম্মদ নাসিম তার পিতার মতোই এ দেশের গণমানুষের নেতা ছিলেন। তার মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো। জাতি এক মহান নেতাকে হারালো।’

দুই মেয়র মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আওয়ামী লীগ ঢাকা সিটি দুই মেয়র নাসিম সাবেক স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর