Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি প্রেস নোটের সঙ্গে বাস্তবতার মিল নেই: বিএনপি


১৩ জুন ২০২০ ১৫:৫৫ | আপডেট: ১৩ জুন ২০২০ ১৮:৩৬

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাস সংক্রান্ত সরকারি প্রেস নোটের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে অভিযোগ করেছে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি।

শনিবার (১৩ জুন) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় আয়োজিত ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বিএনপির মনিটরিং সেল থেকে পাওয়া তথ্য-উপাত্ত্ব তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বক্তব্যের শুরুতেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংকার, শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী মানুষ, বিএনপির নেতা-কর্মীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের সীমাহীন ব্যর্থতায় বাংলাদেশে এখন করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল চলছে। সরকারের চরম অবহেলা ও দায়িত্বহীন আচরণে বাংলাদেশে কোভিড-১৯ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। সরকারি হিসেবে দেশে মৃত্যু হাজার ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় লাখের কাছে। বেসরকারি বা অন্যান্য সূত্রে আক্রান্ত ও মৃত্যর সংখ্যা কয়েকগুণ বেশি।’

তিনি বলেন, ‘শুরু থেকেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতকে উপেক্ষা করে লকডাউনের পরিবর্তে সাধারণ ছুটি ঘোষণা করে জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে সরকার। বর্তমানে স্বাস্থ্যখাতে ভয়াবহ অরাজক পরিস্থিতি বিরাজ করছে। একদিকে দেশজুড়ে চলছে শোকার্ত মানুষের আহাজারী আর অন্যদিকে চলছে করোনার ত্রাণ চুরির মহোৎসব।’

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে বর্তমানে করোনা পরিস্থিতি ঊর্ধমুখী ও বিপজ্জনক পর্যায়ে রয়েছে। বিশ্বের সর্বোচ্চ সংক্রমিত ১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান। করোনা ঝড়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যাবস্থা লণ্ডভণ্ড হয়ে গেছে। হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সরকারি প্রেসনোটে প্রতিদিন যে খবর প্রকাশিত হচ্ছে বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই। সরকারি ভাষ্য মানুষ বিশ্বাস করে না।’

বিজ্ঞাপন

‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে গত ২ মে থেকে এখন পর্যন্ত ৫৯৯ রোগী মারা গেছেন। এর মধ্যে করোনা পজিটিভ ছিল ১৩৯ জনের। বাকিদের করোনা পরীক্ষাই করা হয়নি। করোনা উপসর্গে মৃত ও আক্রান্তদের পরিসংখ্যান সরকারি হিসেবে আসছে না’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

করোনায় সাধারণ মানুষ চিকিৎসার সুযোগই পাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘ভেন্টিলেটর, আইসিউ বেড ও অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার চলছে। হাসপাতালে হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সেই রোগী মারা যাচ্ছে। সিএনজি বা অ্যাম্বুলেন্সে স্ত্রীর চোখের সামনে স্বামীর মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। চারিদিকে বিনা চিকিৎসায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। মানুষের আহাজারিতে বাংলাদেশের আকাশ ভারি হয়ে উঠছে।’

মির্জা ফখরুল জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানসহ এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিএনপির ৫৬ জন নেতা-কর্মী মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন আরও ১২১ জন।

কোভিড-১৯ করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যে দেশের মানুষের পাশে দাড়াঁতে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত ৫১ লাখ ৮১ হাজার ৩৬০ পরিবারের মাঝে বিএনপি নেতা-কর্মীরা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। র্সবমোট ২ কোটি, ৭ লাখ, ২৫ হাজার ৪৪০ জন মানুষ উপকৃত হয়েছে। ঈদের আগে গরীব মানুষের বাসা-বাড়িতে ঈদ উপহার ও নগদ অর্থও পৌঁছে দিয়েছে বিএনপি।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে কেউ মুখ খুললে তার বিরুদ্ধে দেওয়া হয় মামলা, আটক করে কারাগারে নিক্ষেপ করা হয়। করোনাভাইরাস নিয়ে তথ্য ছড়ানোর অভিযোগে ৬ জুন পর্যন্ত ৮৭ জনকে গ্রেফতার করেছে আইনপ্রয়োগকারী সংস্থা। সরকারের সমালোচনা করায় মানিকগঞ্জে বিএনপি নেতার মেয়েকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া ত্রাণ আত্মসাৎ, খাদ্যে ভেজাল ও করোনাভাইরাস বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশ করায় সাংবাদিকসহ ৪৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। করোনার এ দুর্যোগেও ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে মানুষের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

করোনা সংকট মোকাবিলায় বিএনপির পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেগুলোর মধ্যে রয়েছে- প্রয়োজনে সারাদেশে এলাকাভিত্তিক কঠোর লকডাউন ঘোষণা করে সংক্রমণ প্রতিরোধ করতে হবে, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পর্যাপ্ত মানসম্মত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিতে হবে, প্রত্যেক জেলায় করোনা শনাক্তকরণ ও চিকিৎসা সেবা দ্রুত সম্প্রসারিত করতে হবে, অভাবগ্রস্ত পরিবারগুলোর কাছে রেশন কার্ডের মাধ্যমে চাল,ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করতে হবে, গার্মেন্টস কর্মী ও শ্রমিক শ্রেণির মানুষকে আর্থিক সুবিধা ও সুচিকিৎসা প্রদান করতে হবে।

আক্রান্ত করোনা কোভিড বিএনপি মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর