করোনা পরিস্থিতিতে জন্মভিটায় নেওয়া হচ্ছে না নাসিমের মরদেহ
১৩ জুন ২০২০ ১৫:৪০ | আপডেট: ১৩ জুন ২০২০ ১৫:৪১
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) পরিস্থিতির কারণে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মরদেহ তার জন্মভিটা সিরাজগঞ্জের কাজীপাড়ায় নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তবে মরদেহ দাফন প্রক্রিয়া স্বাস্থ্যবিধি মেনে করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে শনিবার (১৩ জুন) দুপুরে এ তথ্য জানান জাহাঙ্গীর কবির নানক।
নানক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহসালার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ১৪ দলের মুখপাত্র নাসিম ভাই আর নেই। চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুতে আওয়ামী লীগসহ সারা দেশবাসী আজ শোকাহত। শত মানুষের ভিড় আজ আপনারা দেখছেন হাসপাতালেও।’
তিনি আরও বলেন, ‘সারাবিশ্ব করোনাভাইরাসে আক্রান্ত, বাংলাদেশেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। প্রিয় নেতা নাসিম ভাই চলে যাওয়ায় আমরা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে সব কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে পালন করব। আপনারা যে যেখানে আছেন সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে যেন বেহেশত নসিব করেন। তার শোক সন্তপ্ত পরিবারকে যেন আল্লাহ শোক সইবার শক্তি দান করেন। মরহুম নাসিম সাহেবের জানাজা আগামীকাল বেলা সাড়ে ১০টায় বনানী কবরস্থান মসজিদে জানাজা হবে এবং বনানী কবরস্থানে দাফন করা হবে।’
নানক বলেন ‘কাজীপুরের মানুষেরা চাতক পাখির মতো আমাদের দিকে তাকিয়ে আছে, কান্নায় ভেঙে পড়েছে কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে আমরা তার মরদেহ আমরা সিরাজগঞ্জ কাজীপাড়ায় নিতে পারছি না। জানাজাতে হাজার হাজার মানুষের উপস্থিতি আমাদের কাছে কাম্য নয়, যে যেখানে আছেন সেখান থেকে আপনারা দোয়া করবেন। যারা হাসপাতালে ভিড় করছেন আমাদের দলের পক্ষ থেকে সকলের কাছে আবেদন থাকবে আপনারা চলে যাবেন এবং নিজ নিজ অবস্থান থেকে দোয়া করবেন হাসপাতালে ভিড় করে নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন না এটিই আমাদের প্রত্যাশা।’
এরপর মরহুমের পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় সাংবাদিকদের সামনে কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা জানেন আপনাদের সকলের প্রিয় মানুষ আমার পিতা মোহাম্মদ নাসিম আজ মৃত্যুবরণ করেছেন। আমার বাবা আমার দাদার মতোই তার সারাজীবন মানুষের জন্য রাজনীতি করেছেন। আমার বাবার মৃত্যুর পরেও আমাদের পরিবারের সকলে মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মানুষটি দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন, সে মানুষটির মৃত্যুর পরও দেশের মানুষের কোনো ক্ষতি হোক এ রকম কোনো কিছু আমরা হতে দিতে পারি না। এ কারণে করোনা মহামারীর কারণে সিরাজগঞ্জের লাখ লাখ মানুষের চোখের জলকে উপেক্ষা করে হলেও আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল ওনার জানাজা বনানী কবরস্থান মসজিদ করা হবে। আমি সকলকে অনুরোধ করব, আপনারা আপনার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে মন থেকে দোয়া করবেন, দূর থেকে দোয়া করবেন।’
শনিবার (১৩ জুন) সকালে মোহাম্মদ নাসিমের মৃত্যুর খবর জানার পর পর দলীয় নেতারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে শ্যামলী হাসপাতালে ছুটে যান। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনামতো মোহাম্মদ নাসিমের দাফন প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে।