নিউইয়র্কে পুলিশি নির্যাতনবিরোধী নতুন আইন
১৩ জুন ২০২০ ১৫:১০ | আপডেট: ১৩ জুন ২০২০ ১৫:১৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশি নির্যাতনবিরোধী একগুচ্ছ নতুন আইন পাস করা হয়েছে। নিউইয়র্কের ডেমোক্রেট দলীয় গভর্নর অ্যান্ড্রিউ কৌমো শুক্রবার (১২ জুন) পুলিশের বর্ণবৈষম্য, ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ এবং পুলিশ সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে স্বচ্ছতা আনার লক্ষে অন্তত ১০ টি নতুন আইনের চূড়ান্ত অনুমোদনপত্র সই করেছেন। খবর এএফপি।
এর আগের সপ্তাহে, নিউইয়র্কের রাজ্য পার্লামেন্টের উভয়কক্ষে আইনগুলো পাস হয়ে গভর্নরের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত, মে মাসের ২৫ তারিখে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশ হেফাজতে নির্যাতনের মুখে নিরস্ত্র আফ্রো-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র জুড়ে জোরদার হওয়া ‘ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টে’র দাবির প্রেক্ষিতে নিউইয়র্ক অঙ্গরাজ্যে আইনগুলো পাস করা হলো।
এদিকে, নিউইয়র্কের নতুন এই আইনগুলোর মধ্যে একটিতে ঘোষণা করা হয়েছে পুলিশ আটককৃত ব্যক্তির গলা পেঁচিয়ে ধরতে পারবে না। আইন তৈরির পটভূমিতে আরেক আফ্রো-আমেরিকান এরিক গার্নারকে স্মরণ করা হয়েছে। যিনি ২০১৪ সালে পুলিশ হেফাজতে মারা গিয়েছিলেন।
অন্যদিকে, গভর্নর অ্যান্ড্রিউ কৌমো কওমো ঘোষণা করেন, পুলিশ বিভাগের আধুনিকীকরনের লক্ষে রাজ্যের ৫০০ পুলিশ দফতরের জন্য তিনি আরও একটি নির্বাহী আদেশ সই করবেন।
অ্যান্ড্রিউ কৌমো জর্জ ফ্লয়েড টপ নিউজ নিউইয়র্ক পুলিশি নির্যাতন যুক্তরাষ্ট্র