Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসিমের মৃত্যুতে হাসপাতালে আওয়ামী লীগের নেতারা


১৩ জুন ২০২০ ১২:৫৩

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে হাসপাতালে ছুটে যাচ্ছেন আওয়ামী লীগ নেতারা ।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাসপাতালের দিকে রওনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ অন্যান্য নেতারা। নানকের সঙ্গে রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মাননীয় নেত্রীর নির্দেশে আমরা হাসপাতালের দিকে যাচ্ছি।’

এরইমধ্যে হাসপাতালে উপস্থিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ অন্যরা।

শনিবার (১৩ জুন) সকালে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

পরিবারের সদস্যদের সম্মতিতে মোহাম্মদ নাসিমকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নাসিম মোহাম্মদ নাসিম. আওয়ামী লীগ শেখ হাসিনা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর